শিল্পা শেটির আসল নাম অশ্বিনী শেটি
বলিউডের কুইন শিল্পা শেটিকে কেনা চেনে বলুন তো? কিন্তু আপনি কি জানেন এই তারকা কে? কি তাঁর আসল নাম? চলুন ভনিতা না করে এবার বলেই ফেলা যাক। অশ্বিনী শেটি। কি ভাবছেন! আরে এটাই শিল্পা শেটির আসল নাম।
ছোট বেলায় আর পাঁচটা বাচ্চার মতো শিল্পার মা-বাবাই তাঁর নাম রেখেছিল অশ্বিনী। আর সব থেকে মজার ব্যপার তাঁর মা সুনন্দা শেটিই পরে তাঁর নাম বদলে রাখেন শিল্পা শেটি। কিন্তু কেন? এই প্রশ্নেরও জবাব আছে।
জানা গেছে, শিল্পার মা একজন জ্যোতিষী। তিনি মেয়ের সুন্দর জীবনের জন্য তাঁর নাম বদলে দেন। কিন্তু এখন পর্যন্ত খাতায় কলমে শিল্পার নাম অশ্বিনীই আছে।