মুক্তি পেল লড়াই এর ট্রেলার (ভিডিও)


প্রকাশিত: ১০:০১ এএম, ১১ ডিসেম্বর ২০১৪

কলকাতার বাংলা চলচ্চিত্রের সুপারস্টার প্রসেনজিত চট্টোপাধ্যায় বলেছেন, সহকর্মী অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এর ফিল্ম এ ভিন্ন ধাচের চরিত্রে অভিনয় করে তার অভিনয় জীবনে লক্ষ পূরণ হয়েছে। মুভিটির ট্রেলার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রসেনজিত এ কথা বলেন।

গ্রীন টাচ এন্টারটেইনমেন্ট-এর প্রযোজনায় এবং পরমব্রত চাট্টাপাধ্যায়রে পরিচালনায় এই মুভিতে অভিনয়ন করেছেন, প্রসেনজিৎ চ্যাটার্জী, ইন্দ্রশীষ, পায়েল সরকার, খারাজ মূখার্জী, কাঞ্চন মল্লিক প্রমূখ। সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাস গুপ্তা।

                        

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।