রাশেদ রাহার প্যারালাল


প্রকাশিত: ১১:৩৯ এএম, ১১ ডিসেম্বর ২০১৪

দিনা ও শোভনের ছোট্ট সংসার। ব্যস্ততার কারণে স্ত্রীকে খুব একটা সময় দিতে পারে না চাকরিজীবী শোভন। তবে স্ত্রীর প্রতি ভালবাসা কিংবা দায়িত্বের কোনো ঘাটতি নেই তার। এমন গল্প দিয়ে শুরু হয় রাশেদ রাহার পরিচালনায় নাটক ‘প্যারালাল’।

এদিকে বাসায় একা একা দিনা কেমন যেন হয়ে যেতে থাকে। বিয়ের আগে অরূপ নামে এক ছেলেকে ভালবাসতো সে। এই একাকী জীবনে অরূপ তার অনেক কাছাকাছি চলে আসে। অরূপ ডাকলে না করতে পারে না। বিষয়টা শোভন জানে না।


এমন লুকোচুরি খেলা চালিয়ে যায় দিনা। একদিন আচমকা অরূপ-দিনার মাঝে এসে হাজির হয় শোভন। মাথায় আকাশ ভেঙে পড়ে দিনার। কী করবে সে? শোভনের কাছে থাকবে নাকি অরূপের কাছে? জানার জন্য অপেক্ষা করতে হবে ‘প্যারালাল’-এর শেষ দৃশ্য পর্যন্ত।  আপেল মাহমুদের রচনায় এতে অভিনয় করেছেন নাঈম, মেহজাবিন, নয়ন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।