ছাড়পত্র পেল সালমানের ‘ওয়ান্টেড’


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১১ ডিসেম্বর ২০১৪

সালমান খানের বহুল আলোচিত সিনেমা ‘ওয়ান্টেড’ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করেছে। ইনউইন এন্টারপ্রাইজ কর্তৃক আমদানিকৃত এই সিনেমাটি শিগগিরই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতিমালা অনুসারে ইনউইন এন্টারপ্রাইজ ভারত থেকে যে ১২টি ছবি আমদানি করেছে তার মধ্যে প্রভুদেবা পরিচালিত সালমান খান ও আয়েশা টাকিয়া অভিনীত ‘ওয়ান্টেড’ একটি।

এবারই প্রথমবারের মত কোন হিন্দি চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়ে ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে। এ নীতিমালায় আরও ৮টি সিনেমা আমদানির অনুমোদন পাওয়া গিয়েছে। ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ‘শোলে’, ‘কুচকুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘থ্রি ইডিয়ট’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ইত্যাদি।

ইতোমধ্যে এ প্রতিষ্ঠানের আমদানিকৃত তিন বাংলা ছবি ‘সংগ্রাম’, ‘জোর’ ও ‘বদলা’ বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।