ভারতে আলোচিত পিয়া


প্রকাশিত: ০৩:১৫ এএম, ১২ ডিসেম্বর ২০১৪

এক মাসেরও বেশি সময় ধরে ভারতের দিল্লিতে অবস্থান করছেন চলতি প্রজন্মের আলোচিত র‌্যাম্প মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। এই মাসজুড়েও সেখানে অবস্থান করবেন তিনি। মূলত দিল্লির মাসকট মডেল ম্যানেজমেন্টের হয়ে সেখানে বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন পিয়া।

শুধু তাই নয়, এরই মধ্যে তিনি ভারতের ‘রুটস’ ব্যান্ডের ‘মোরে সাইয়া’ শীর্ষক একটি গানে মডেল হিসেবে কাজ করেছেন। এর মাধ্যমে বাংলাদেশের কোন মডেল ভারতের কোন ব্যান্ডের মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো কাজ করলেন। গানটি এরই মধ্যে বেশ আলোচনায় চলে এসেছে। এই গানে কাজ করে মডেল হিসেবে দারুণভাবে প্রশংসিত হচ্ছেন পিয়া। এর বাইরে ভারতে আরও একাধিক প্রজেক্টে মডেল হিসেবে কাজ করছেন এ তারকা।

সামনে সেই কাজগুলোর মাধ্যমে দর্শকদের সামনে আসবেন তিনি। এদিকে দিল্লি ছাড়িয়ে ভারতের রাজস্থানের মরুর বুকে বিশ্ববিখ্যাত নাইকন ব্র্যান্ডের ক্যামেরার বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। মজার ব্যাপার হলো সেখানে সকাল ৬টায় ৫ ডিগ্রি সেলসিয়াসের মতো তীব্র ঠাণ্ডা আবহাওয়ায় শুটিং করেছেন পিয়া।

এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি প্রথমবারের মতো হলেন গ্ল্যামারাস এ পর্দাকন্যা। এ বিষয়ে পিয়া বলেন, আসলে ‘মোরে সাইয়া’ নামক গানটির মডেল হিসেবে কাজ করে এখানে এতটা প্রশংসা পেয়েছি যে আগ্রহটা আরও বেড়ে গেছে। দিল্লির পর রাজস্থানের তীব্র শীতে শুটিং করলাম। ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করার অভিজ্ঞতাটা খুব অন্যরকম ছিল। নাইকন-এর মতো একটি বিখ্যাত ব্র্যান্ডের মডেল হিসেবে এখানে কাজ করেছি। অনেক ভাল লেগেছে।

এদিকে গত মাসেই দিল্লি থেকে দু’দিনের ঝটিকা সফরে দেশে এসে পিয়া শেষ করেছেন ‘স্যানমার মহানগর গ্রীন পার্ক’-এর বিজ্ঞাপনের শুটিংয়ের কাজ। এ রিয়েল এস্টেট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্ব্যাসাডর হিসেবে কাজ করছেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। আর তার সঙ্গেই এ বিজ্ঞাপনে দেখা যাবে পিয়াকে। এই বিজ্ঞাপনটি বুধবার থেকে প্রচার শুরু হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে। ভারতে দু’মাসের সফর শেষে আগামী মাসের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন পিয়া।

সেখান থেকে এসেই ব্যাংককে উড়ে যাবেন পরিবারের সঙ্গে। সেখানে ছুটি কাটিয়ে দেশে ফিরে চলচ্চিত্রের কাজে মনোযোগী হবেন তিনি। পিয়া অভিনীত ‘স্টোরি অফ সামারা’, ‘প্রবাসিনীর প্রেম’ ও ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবি তিনটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছবি তিনটি নতুন বছরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর নতুন বছর থেকে নতুন ছবির কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন পিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।