অভিনেত্রী শেহতাজের মা মারা গেছেন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৪

মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেমের মা শাহীনা খন্দকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (৯ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৩০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। শাহীনা খন্দকার সংগীতশিল্পী প্রীতম হাসানের শাশুড়ি (শেহতাজের স্বামী প্রীতম হাসান)।

আরও পড়ুন: চলে গেলেন অভিনেতা আহমেদ রুবেল

শাশুড়ির মৃত্যুর খবর প্রীতম হাসান সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন। প্রীতম হাসান তার স্ট্যাটাসে লেখেন, আমার প্রিয় শাশুড়ি আজ ভোর সাড়ে ছয়টায় মারা গেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।

এর আগে ২০২২ সালে শেহতাজের বাবা মো. আবুল হাশেম মিয়া পরলোক গমণ করেন। এবার মাকে হারিয়ে পিতা-মাতাহীন হলেন এ অভিনেত্রী। শেহতজের মায়ের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই তার ভক্ত-অনুরাগীরা তাকে সমবেদনা জানাচ্ছেন।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।