চট্টগ্রামে চলচ্চিত্র উৎসব শুরু


প্রকাশিত: ০৬:১৯ এএম, ১৮ ডিসেম্বর ২০১৪

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে শুরু হচ্ছে তানভীর মোকাম্মেলের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নিয়ে সপ্তাহব্যাপী প্রদর্শনী। বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার থেকে ২৪ ডিসেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রদর্শনী চলবে।

কিনু আই ফিল্মস সূত্রে জানা গেছে, সাত দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে তানভীর মোকাম্মেল নির্মিত প্রামাণ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

উৎসবে ১৮ ডিসেম্বর বিকেল ৩টায় প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র ‘১৯৭১’, সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ‘জীবনঢুলী’। ১৯ ডিসেম্বর বিকেল ৩টায় প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র ‘অচিন পাখি’ ও ‘কর্ণফূলীর কান্না’। বিকেল ৫টায় প্রদর্শেত হবে ‘চিত্রা নদীর পারে’ ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ‘লালসালু’।

২০ ডিসেম্বর বিকেল ৫টায় প্রদর্শিত হবে ‘জীবনঢুলী’ ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ‘লালসালু’। ২১ ডিসেম্বর বিকেল ৩টায় প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র ‘তাজউদ্দীন আহমেদ: নিঃসঙ্গ সারথি’। বিকেল ৫টায় প্রদর্শিত হবে ‘রাবেয়া’ এবং সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ‘লালন’।

২২ ডিসেম্বর বিকেল ৩টায় প্রদর্শিত হবে প্রামাণচিত্র ‘১৯৭১’ এবং সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ‘জীবনঢুলী’। ২৩ ডিসেম্বর বিকেল ৩টায় প্রদর্শিত হবে ‘জাপানী বধূ’ ও কর্ণফূলীর কান্না’। বিকেল ৫টায় প্রদর্শিত হবে ‘লালসালু’ এবং সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ‘চিত্রা নদীর পারে’।

২৪ ডিসেম্বর বিকেল ৩টায় প্রদর্শিত হবে ‘স্বপ্নভূমি’, বিকেল ৫টায় প্রদর্শিত হবে ‘রাবেয়া’ এবং সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ‘জীবনঢুলী’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।