প্রযোজনায় পরীমনি (দেখুন ছবিতে)
নৃত্যশিল্পী, মডেল, টিভি অভিনেত্রী, চলচ্চিত্র অভিনেত্রীর পর এবার প্রযোজনায় নাম লেখালেন আলোচিত নায়িকা পরীমনি। মহুয়া সুন্দরী ছবির প্রযোজনা করেছেন তিনি।
পরীমনি বলেন, শেষ পর্যন্ত বিষয়টি চাপা রাখতে পারলাম না। ভেবেছিলাম, আপাতত কাউকে জানাবো না। কিন্তু মিডিয়াকে এড়ানো যায় না। কিভাবে যেন প্রযোজক হওয়ার খবরটি ফাঁস হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, ছবিটির কাহিনী আমাকে টেনেছে। তাই বিনিয়োগ করেছি। 
তিনি আরও বলেন, ইতোমধ্যে শ্যুটিং ও এডিটিং সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে কিছু ডাবিংয়ের কাজ। এছাড়া মুম্বাইয়ের ল্যাবে কিছু ঘষামাজা করা হবে ছবিটিকে। চেষ্টা করবো এপ্রিল মাসে অর্থাৎ পহেলা বৈশাখের ২/১ দিন আগে ছবিটি মুক্তি দিতে। এ বিষয়ে পরিচালক নিপা আপার সঙ্গেও কথা বলেছি। তিনিও এ পরামর্শ দিয়েছেন। 
২৪টি ছবিতে নাম লেখালেও এখন পর্যন্ত কোন ছবিই মুক্তি পায়নি আলোচিত এই নায়িকার। এ প্রসঙ্গে পরীমনি বলেন, রানা প্লাজা ছবি দিয়ে যেহেতু আসা হলো না তাই মহুয়া সুন্দরী দিয়ে আসতে চাই। ছবিটিতে নিজের লগ্নী থাকায় এর প্রতি আলাদা একটি মমতাও থাকবে। এপ্রিল মাসকে বেছে নেয়ার কয়েকটি কারণ রয়েছে। এরমধ্যে অন্যতম কারণ হলো পহেলা বৈশাখ। অন্যদিকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে শীত থাকায় মফস্বলের হলগুলো ৬টার পরে আর কোন শো প্রদর্শন করে না। তাই এপ্রিল মাসটিকেই বেছে নিয়েছি। 
পরিমণী আরও জানান, টানা শ্যুটিং করায় অনেকটা ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। আপতত কয়েকদিন বিশ্রামে থাকবেন। এছাড়া রবিবার মালয়েশিয়া ও সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে তার। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে দেশে ফিরে রাকিবুল আলম রাকিবের গার্লফ্রেন্ড ছবির কাজ শুরু করবেন বলে জানা গেছে।