শানের সঙ্গে দ্বৈত গানে পড়শী
ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শানের সঙ্গে দ্বৈত গান গাইলেন `ক্ষুদে গানরাজ` খ্যাত কণ্ঠশিল্পী পড়শী। গত বুধবার কলকাতার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। কলকাতার সঙ্গীত পরিচালক ডাব্বুর সুর ও সঙ্গীতে তৈরি গানটি শামীম আহমেদ রনির `মেন্টাল` ছবিতে থাকছে।
এ ব্যাপারে পড়শী বলেন, `এই প্রথম কলকাতার সঙ্গীতশিল্পী শানের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গাইলাম। গানটি রেকর্ডিং করতে গত মঙ্গলবার আমি কলকাতায় যাই। সেখানেই এর রেকর্ডিং করা হয়। শান ভাইয়ের গান এতদিন টিভি এবং অডিও অ্যালবামে শুনেছি। তার সঙ্গে প্লে-ব্যাক করতে পেরে আমি আনন্দিত। আমার এবং শান ভাইয়ের গানটি দারুণ হয়েছে।`
`মেন্টাল` ছবিতে প্লে-ব্যাক করার পাশাপাশি অভিনয়ও করছেন পড়শী। আগামী জানুয়ারি থেকে তিনি এর কাজ শুরু করতে যাচ্ছেন। ছবিতে পড়শীর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান। এতে পড়শীকে একজন সঙ্গীতশিল্পীর ভূমিকায় দেখা যাবে। তার ভক্ত হিসেবে দেখা যাবে শাকিব খানকে।