মৌসুমী-সানির বিশ বছর


প্রকাশিত: ০৬:১৩ এএম, ২২ ডিসেম্বর ২০১৪

ভালোবাসার বিশ বছর পার করছেন চিত্রনায়িকা মৌসুমী ও চিত্রনায়ক ওমর সানি। বাস্তবের হিসাব এটা নয়। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিতব্য ‘ভালোবাসার ২০ বছর’ নামে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন এই তারকা দম্পতি। তাদের সঙ্গে রয়েছেন নবাগত চিত্রনায়ক তানভীর।

টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন ইউসুফ চৌধুরী। নতুন বছরের শুরুতেই ঢাকার বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির শুটিং করা হবে বলে নির্মাতা জানান। এ প্রসঙ্গে পরিচালক বলেন, এর আগেও চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে কাজ করেছি। অনেক গুণী শিল্পী তিনি। আমাকেও যথেষ্ঠ সহযোহিতা করেছেন।

এবার তার সঙ্গে চিত্রনায়ক ওমর সানিকেও পেয়েছি। আশা করছি তাদের দুজনের রসায়ন দর্শকরা উপভোগ করবেন। টেলিফিল্মে মৌসুমী ও ওমর সানির বাস্তব জীবনের কিছু ঘটনা উল্লেখ করা হবে বলে নির্মাতা জানান। তবে নাটকীয়তার জন্য আরও একজন অভিনেতাকে তাদের সঙ্গে সংযুক্ত করা হয়েছে যা মৌসুমী ও সানির জীবনের ঘটনার বাইরে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।