৪০ বিলিয়ন ডলারের ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৯ জুলাই ২০২৫
বেঙ্গালুরুতে ভারতের তৈরি অক্সিজেন কনসেনট্রেটর ইউনিট দেখছেন দর্শনার্থীরা। ছবি: এএফপি

ভারতের ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি ৪০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। দেশটির কেন্দ্রীয় রেল, তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ তথ্য জানিয়েছেন।

শনিবার (১৯ জুলাই) আইআইটি হায়দরাবাদের ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, দেশীয় ইলেকট্রনিক্স উৎপাদনও ছয় গুণ বেড়েছে, যা একটি যুগান্তকারী অগ্রগতি।

মন্ত্রী বলেন, মাত্র ১১ বছরে আমরা আমাদের ইলেকট্রনিক্স উৎপাদন ছয় গুণ বৃদ্ধি করেছি। এটি একটি দ্বিঅঙ্কের বার্ষিক প্রবৃদ্ধি। আমরা রপ্তানি আট গুণ বাড়িয়ে ৪০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছি।

বৈষ্ণব জানান, ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প দ্রুতগতিতে এগোচ্ছে এবং ২০২৭ সালের আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে তা চালু হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এই বছরই ভারতে বানানো প্রথম বাণিজ্যিক স্তরের সেমিকন্ডাক্টর চিপ উৎপাদিত হবে।

তার দাবি, ভারত আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের শীর্ষ পাঁচটি সেমিকন্ডাক্টর শক্তির মধ্যে একটি হয়ে উঠবে।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত সাড়ে তিন বছরে দেশেই সম্পূর্ণ ৪জি টেলিকম স্ট্যাক তৈরি করা সম্ভব হয়েছে।

বৈষ্ণব আরও বলেন, আমরা কেবল প্রযুক্তি ব্যবহার করছি না, বরং নিজেই সেটি তৈরি করছি — এটাই নতুন ভারতের পরিচয়।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।