ভারতে আবারও যাত্রীবাহী প্লেনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২৩ জুলাই ২০২৫
বুধবার (২৩ জুলাই) আহমেদাবাদে ভারতীয় এয়ারলাইন্স ইন্ডিগোর একটি ফ্লাইটে এই আগুন লেগে যায়/ ছবি: এএনআই

ভারতে আবারও উড়োজাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) আহমেদাবাদে ভারতীয় এয়ারলাইন্স ইন্ডিগোর একটি ফ্লাইটে আগুন লেগেছে। সম্প্রতি এই আহমেদাবাদেই ভয়াবহ উড়োজাহাজ বিধ্বস্তে আড়াই শতাধিক নিহত হয়।

এর আগে সোম (২১ জুলাই) ও মঙ্গলবার (২২ জুলাই) ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার দুটি ফ্লাইটে আগুন ধরে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, আহমেদাবাদ বিমানবন্দর থেকে দিও জেলায় যাচ্ছিল বুধবারের ফ্লাইটটি। ওই সময় এতে ৬০ জন যাত্রী ছিল বলে জানা গেছে। উড্ডয়নের একটু আগে পাইলট জানতে পারেন, ইঞ্জিনে আগুন ধরে গেছে। এরপর থামিয়ে দেওয়া হয় ফ্লাইট।

আরও পড়ুন:

আরেক ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড বলছে, পাইলট জানতে পেরে প্রথমে ট্রাফিক কন্ট্রোলকে জানান। ইন্ডিগোর এক মুখপাত্র বলেন, প্রযুক্তিগত সংকটের পরপরই পাইলট কর্তৃপক্ষকে জানিয়ে দেন। ৬ই ৭৯৮৮ নামের ওই ফ্লাইট আপাতত বন্ধ থাকবে। পর্যবেক্ষণ শেষে আবার ফ্লাইট পরিচালনা করা হবে বলে আশা করা যাচ্ছে।

ওই মুখপাত্র বলেন, আমাদের গ্রাহকদের অসুবিধার জন্য আমরা দুঃখিত এবং তাদের পছন্দ অনুযায়ী জলখাবার, পরবর্তী ফ্লাইটে থাকার ব্যবস্থা অথবা বাতিলের বিপরীতে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হতে পারে।

এর আগে সোমবার গোয়া থেকে ইনদোরগামী ইন্ডিগোর একটি ফ্লাইট অবতরণের ঠিক আগে যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। উড়োজাহাজটি নিরাপদে গন্তব্যে অবতরণ করে এবং সংস্থাটি জানিয়েছে যে, প্লেনটি পুনরায় চালু করার আগে একটি পুঙ্খানুপুঙ্খ প্রযুক্তিগত পর্যবেক্ষণ করা হবে।

আরও পড়ুন:

মঙ্গলবার ভারতের দিল্লিতে দেশটির এয়ারলাইনস এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে আগুন ধরে। হংকং থেকে ভারতে আসা ফ্লাইটটি দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণের সময় এর পেছনের দিকে আগুন ধরে যায়। যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে উড়োজাহাজের সামান্য ক্ষতি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এয়ার ইন্ডিয়ার এআই ৩১৫ নামের ওই ফ্লাইটের অক্সিলারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন ধরে যায়। ওই সময় বিমানবন্দরটির গেটের কাছেই ছিল এটি। এ ঘটনায় বিবৃতিও দিয়েছে এয়ার ইন্ডিয়া।

গত ১২ জুন ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২৬০ জনের মৃত্যু হয়। এ ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উড়োজাহাজের ইঞ্জিনের জ্বালানি সরবরাহের সুইচ বন্ধ করে দেওয়া হয়েছিল বলে জানা যায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস, ডেকান হেরাল্ড

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।