রেখার সঙ্গে অমিতাভ


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০৮ জানুয়ারি ২০১৫

অমিতাভ-রেখা জুটির নাম বলিউডের ইতিহাসে সোনার জলে লেখা। অনস্ক্রিন তো বটেই, তাদের অফস্ক্রিন রোমান্স আজও বলিউডের চর্চার বিষয়। ‘শামিতাভ’-এ পরিচালক আর বালকি তাদের দুজনকে কাস্ট করার সঙ্গে সঙ্গে জল্পনা শুরু হয়েছিল- তবে কি আবার একসঙ্গে দেখা যাবে দুজনকে। ছবির ট্রেলর লঞ্চে সে জল্পনায় পানি ঢেলে দিলেন স্বয়ং বিগ বি। জানিয়ে দিলেন এক ছবিতে হলেও এক ফ্রেমে দেখা যাবে না তাদের। তবে সেই সঙ্গে এও জানিয়ে দিলেন যে, যদি কেউ সেরকম চিত্রনাট্য আনেন তবে একসঙ্গে কাজের দরজা খুলেই রাখছেন তিনি।

ছবির পরিচালক নাকি বিগ বি-কে বারবার বলতেন এমন একটা চিত্রনাট্যের কথা, যেখানে পাশাপাশি অভিনয় করবেন তারা দুজনে। তবে এ ছবিতে সেটা হচ্ছে না। ছবির সিকোয়েন্সে তারা পরপর এসেছেন। অমিতাভ জানিয়েছেন ছবিটা দেখলে তবে দর্শকরা ব্যাপারটা বুঝতে পারবেন। তবে কেউ যদি সেরকম গল্প ভাবেন, তবে কাজ করতে বাধা নেই তার।

আপাতত শামিতাভ-এই মজে আছেন বিগ বি। ৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে আর বালকির ‘শমিতাভ’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।