ট্রাম্পকে ‘বড়’ হতে বললেন বিডেন


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ০৬ জানুয়ারি ২০১৭

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বড় হতে বলেছেন ভাইস প্রেসিডেন্ট জো বিডেন। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোর ওপর চড়াও হওয়ায় ট্রাম্পের সমালোচনা করেছেন তিনি। খবর বিবিসির।  

নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ প্রসঙ্গে শুক্রবার সংবাদ সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ জানিয়েছে, মার্কিন নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপের চেষ্টা করেছে। আর সব কিছু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই হয়েছে।

এমন তথ্য প্রকাশের পর এক টুইট বার্তায় গোয়েন্দা সংস্থার সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি এও জানিয়েছেন যে, নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপের চেষ্টা করেনি।

বিডেন বলেছেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ওপর বিশ্বাস না রাখা একেবারেই নির্বোধের কাজ।’

পিবিএস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে বিডেন বলেন, ‘গোয়েন্দা সংস্থা এবং সিআইএর প্রতিরক্ষা গোয়েন্দাদের কথার ওপর বিশ্বাস না রাখা, তাদের কথা না শোনা সত্যিকার অর্থেই নির্বোধের কাজ।’

ট্রাম্প সম্পর্কে বিডেন বলেন, বড় হও ট্রাম্প। তুমি একজন প্রেসিডেন্ট। এখন পরিণত হওয়ার সময়। এখন কিছু করে দেখানোর সময়। তুমি কি পারো তাই আমাদের দেখিয়ে দাও।’

তবে ট্রাম্পকে একজন ভালো মানুষ বলেই উল্লেখ করেছেন বিডেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।