মার্কিনিদের সম্প্রসারিত বাহু হলো ইসরাইল


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ২২ মার্চ ২০১৫

নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক বিশ্লেষক এরিক ড্রেইটসার বলেছেন, তেল আবিব ও ওয়াশিংটনের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই বলা যায়- ইহুদিবাদী ইসরাইল হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের সম্প্রসারিত বাহু।  ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

স্টপ ইমপেরিয়ালিজম ডট কমের প্রতিষ্ঠাতা এই বিশ্লেষক বলেন, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে সম্পর্কের কিছুটা তিক্ততার পরও দেখা যায় ওয়াশিংটন থেকে বিপুল পরিমাণ অর্থনৈতিক সহযোগিতা যাচ্ছে তেল আবিবে। এর পাশাপাশি ইসরাইলের সঙ্গে বিপুল পরিমাণ অস্ত্র চুক্তি হচ্ছে এবং সামরিক সহযোগিতা দেয়া হচ্ছে।

এছাড়া, সিরিয়া ও লিবিয়া প্রসঙ্গ কিংবা অন্য যেকোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক ইস্যুতে ইসরাইল এবং আমেরিকা একই পক্ষে অবস্থান নেয়।

এরিক ড্রেইটসার বলেন, চলতি সপ্তাহে যদিও তেল আবিব ও হোয়াইট হাউজের মধ্যে সম্পর্ক সবচেয়ে নিচে নেমে গেছে তারপরও বিশেষ সম্পর্ক অপরিবর্তিত থাকবে এবং দুঃখজনক হলেও সত্য যে, নিকট ভবিষ্যতে এ সম্পর্কে কোনো পরিবর্তন হবে না।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।