বান্দরবানে ২ কৃষক অপহৃত


প্রকাশিত: ১০:৫১ এএম, ১৬ জুলাই ২০১৫

বান্দরবানের লামায় দুই কৃষককে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মধ্যরাতে  উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি লাইল্যারমার পাড়ার বসতঘর থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন, লাইল্যারমার পাড়ার ইলিয়াছ বৈদ্যের ছেলে জিয়াবুল হক (২৫) ও রুস্তম আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা জিয়াবুল হক ও রুস্তম আলীর বসতঘর থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে দুর্গম পাহাড়ের দিকে নিয়ে যায়। অপহরণের পরে মোবাইল ফোনে উভয় পরিবারের কাছ থেকে এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অপহৃতদের উদ্ধারে পুলিশ অভিযানে নেমেছে।

সৈকত দাশ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।