ইমরানের স্ত্রী বুশরাও করোনা পজিটিভ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২১ মার্চ ২০২১
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (২১ মার্চ) তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

এর আগে শনিবার (২০ মার্চ) ইমরান খান করোনায় আক্রান্ত হয়েছিলেন। পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

ইমরান খানের প্রবাসী পাকিস্তানি-বিষয়ক বিশেষ সহকারী সৈয়দ জুলফি বুখারির টুইটের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশিত হয়। টুইটে সৈয়দ জুলফি বুখারি লেখেন, ‘আমাদের ফার্স্ট লেডি ও প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ তাদের দুজনকেই দ্রুত সুস্থতা দান করুন।’

শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এক টুইটে ইমরান খানের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। টুইটে তিনি জানিয়েছিলেন, ‘ইমরান খান বর্তমানে তার নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।’

তার আগে বৃহস্পতিবার করোনাভাইরাসের টিকা নেন ইমরান খান। তিনি চীনে তৈরি সিনোফার্মার টিকা নেন। টিকা নেয়ার পর প্রধানমন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার পর বিষয়টি নিয়ে পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।