ভারতের মন্ত্রিসভায় সার্ক চুক্তি অনুমোদন


প্রকাশিত: ০২:৫০ পিএম, ২১ নভেম্বর ২০১৪

ভারতের মন্ত্রিসভা আগামী ২৬-২৭ নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠেয় ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনে রেলওয়ে, মটরযান ও জ্বালানি সংক্রান্ত সার্ক চুক্তিসমূহ স্বাক্ষর ও অনুস্বাক্ষর করা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিসভার বৈঠকে সার্ক সদস্য রাষ্ট্র হিসেবে ভারত কর্তৃক সার্ক আঞ্চলিক রেলওয়েজ চুক্তি স্বাক্ষর অনুস্বাক্ষর করা অনুমোদন করে।

এই চুক্তি সার্ক অঞ্চলে স্বল্প ব্যয় জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ-বান্ধব পরিবহন নিশ্চিত করবে এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক যোগাযোগ প্রতিষ্ঠা করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া মন্ত্রিসভা সার্ক সম্মেলনের ফাঁকে নেপাল ও ভারত সরকারের মধ্যে সার্ক মটরযান চুক্তি ও দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর ও অনুস্বাক্ষরের বিষয়টিও অনুমোদন করে। মন্ত্রিসভা সার্কের অন্যান্য দেশের সঙ্গেও অনুরূপ দ্বিপক্ষীয় চুক্তি ও প্রটোকল স্বাক্ষরের জন্য সড়ক ও মহাসড়ক পরিবহন মন্ত্রণালয়কে ক্ষমতা অর্পণ করেছে।

মন্ত্রিসভা আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনে সার্ক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জ্বালানি সহযোগিতার লক্ষ্যে সার্ক ফ্রেমওয়ার্ক চুক্তি সম্পাদনেরও অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা ভারত ও নেপালের মধ্যে পর্যটন খাতে সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারকও অনুমোদন করেছে।

এছাড়া শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন ব্যবস্থা শক্তিশালী করতে ৮১ হাজার কোটি রুপির তিনটি বড় বিদ্যুৎ প্রকল্পও অনুমোদন করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।