‌‘মোদী পদবি’ অবমাননা মামলায় রাহুল গান্ধীর আবেদন হাইকোর্টেও খারিজ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১০ পিএম, ০৭ জুলাই ২০২৩

‘মোদী পদবি’ মামলায় বিরাট ধাক্কা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। সাবেক কংগ্রেস সভাপতির শাস্তি বাতিলের আবেদন খারিজ করলো গুজরাট হাইকোর্টও। যার অর্থ এখনই সংসদ সদস্য পদ ফেরত পাবেন না রাহুল। এমনকি আগামী লোকসভা নির্বাচনেও লড়তে পারবেন না। সম্ভবত জেলেও যেতে হতে পারে তাকে। যদিও এখনো সুপ্রিমকোর্টে যাওয়ার রাস্তা খোলা আছে কংগ্রেস নেতার কাছে।

২০১৯ সালে কর্ণাটকের কোলারে মোদী পদবি নিয়ে মন্তব্য করায় রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মানহানি মামলা দায়ের হয়। গত ২৩ মার্চ সুরাটের ম্যাজিস্ট্রেট আদালত ওই মানহানি মামলায় দোষী সাব্যস্ত করে কংগ্রেস নেতাকে। তাকে দু’ বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়।

আরও পড়ুন>মেটার বিরুদ্ধে মামলার হুমকি টুইটারের, প্রতিদ্বন্দ্বিতা চরমে

পরদিনই লোকসভার স্পিকার ওম বিড়লা জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাহুলের সংসদ সদস্য পদ খারিজ করেন। এর জেরে সম্প্রতি দিল্লির সংসদ বাংলোও ছেড়েছেন রাহুল।

নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে দায়রা আদালতের দ্বারস্থ হন রাহুল। সেখানেও কংগ্রেস নেতার আবেদন খারিজ হয়। এরপর গত ২৫ এপ্রিল গুজরাট হাইকোর্টে আবেদন করেন তিনি। সেই আবেদনও খারিজ হয়ে গেলো।

গুজরাট হাইকোর্ট এদিন জানিয়ে দিলো রাহুলকে নিয়ে নিম্ন আদালতের রায়ই যথাযথ। এই রায়ে হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। তাই এই আবেদন খারিজ করা হলো। রাহুলের বিরুদ্ধে ১০টি অপরাধমূলক মামলা চলছে, সেটাও আদালতের নজরে এসেছে।

আরও পড়ুন>উপসাগর থেকে বাণিজ্যিক জাহাজ আটক করেছে ইরান

গুজরাট হাইকোর্টে আবেদন খারিজ হয়ে যাওয়ায় রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা কার্যত শেষ। এমনকি আগামী ৮ বছর লোকসভা নির্বাচনেও লড়তে পারবেন না তিনি। জেলেও যেতে হবে রাহুলকে। তবে কংগ্রেস নেতার জন্য এখনো সুপ্রিমকোর্টের পথ খোলা। মনে করা হচ্ছে শীর্ষ আদালতেরই দ্বারস্থ হবেন তিনি।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।