নোট বদলের সময়সীমা বাড়ালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩

বাতিল ঘোষিত হওয়া ২ হাজার রুপির নোট বদলের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়েছে ভারতের রিজার্ভ ব্যাংক। আগামী ৭ অক্টোবর পর্যন্ত পুরোনো দুই হাজার রুপির নোট বদল করা যাবে।

বিবৃতি জারি করে আরবিআইয়ের পক্ষ থকে জানানো হয়েছে, কারও কাছে দুই হাজার রুপির নোট থাকলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা ব্যাংকে জমা করে বদলে ফেলতে হবে। একবারে সর্বোচ্চ ২০ হাজার রুপি পর্যন্ত জমা করা যাবে। যে কোনো ব্যাংকেই এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে।

আরও পড়ুন>বিক্ষোভের মুখে বিক্রম দোরাইস্বামী, গুরুদ্ধারে প্রবেশে বাধা

আরবিইই-এর তথ্য অনুযায়ী, ১৯ মে ২০২৩ পর্যন্ত দেশটির বাজারে ৩ লাখ ৬২ হাজার কোটি রুপি মূল্যের দুই হাজার রুপির নোট চালু ছিল। যার মধ্যে ৩ লাখ ৪২ হাজার কোটি রুপি ফিরে এসেছে। অর্থাৎ বাজারে এখনো পড়ে রয়েছে ১৪ হাজার কোটি রুপির ২ হাজারের নোট। সিংহভাগ নোট রিজার্ভ ব্যাংকের ঘরে ফিরেছে। যে সামান্য নোট এখনো ফেরা বাকি, সেটার জন্যই সময়সীমা এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের ধারণা, সামান্য যে অর্থ ব্যাংকে ফিরতে বাকি সেটাও আগামী এক সপ্তাহের মধ্যে ফিরে আসতে পারে। রিজার্ভ ব্যাংক জানিয়ে দিয়েছে, আগামী সাতদিনও ওই আগের শর্তে অর্থাৎ একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত বদল করা যাবে।

আরও পড়ুন>পাকিস্তানে টক শো পরিণত হলো রেসলিংয়ে

তবে ৭ অক্টোবরের পরও যদি কারও কাছে দুই হাজার রুপির নোট থেকে থাকে, সেটাকে অবৈধ বলে ঘোষণা করা হবে না।

সূত্র: এনডিটিভি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।