রাজনৈতিক চাপেই পাকিস্তানের ক্রিকেটে দৈন্যদশা


প্রকাশিত: ০৬:৪২ পিএম, ২৭ মার্চ ২০১৬

বিশ্বকাপের সুপার টেনে থেকে বিদায়। ক্রিকেটারদের একে অপরের মাঝে হতশ্রী অবস্থা। ক্রিকেট বোর্ডে নেই একতা। নেই সরকারি কোনো উদ্যোগও! এমন ভঙ্গুর পাকিস্তান ক্রিকেট এর আগে কেউ দেখেছে কি না সন্দেহ!

পাকিস্তানের এতো পিছিয়ে পড়ার কারণ হিসেবে ‘রাজনৈতিক চাপকেই’ দায়ী করলেন দেশটির কিংবদন্তি অধিনায়ক এবং তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান।

নিজের টুইটার অ্যাকাউন্টে পাকিস্তান ক্রিকেটের দৈন্যদশার জন্য সরকারকেও দায়ী করেন ইমরান। তিনি লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের এই রকম দৈন্যদশার জন্য রাজনৈতিক চাপই দায়ী। আরো একটি কারণ হলো প্রধানমন্ত্রী পিসিবি চেয়ারম্যানকে নিয়োগ দেন।’

রাজনৈতিক চাপমুক্ত পাকিস্তান ক্রিকেট চান উল্লেখ করে ইমরান বলেন, ‘সবার আগে আমাদের ঘরোয়া ক্রিকেটকে উন্নত করতে হবে। প্রত্যেক ক্রিকেটারের মানসিক চিন্তায় পরিবর্তন আনতে হবে। নিউজিল্যান্ডে মাত্র ৫-৬ লাখ মানুষ কিন্তু তাদের আমাদের থেকে বেশি স্টেডিয়াম রয়েছে।’

আরআর/আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।