বিজিএমইএ’র মামলা : ইউনিয়ন নেতাসহ সাতজনের জামিন
তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সাধারণ সম্পাদক জলি তালুকদারসহ সাতজনকে অন্তর্র্বতীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর ফলে তাদের কারা মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা
বৃহস্পতিবার তাদের পক্ষে করা জামিন আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আজ শ্রমিক নেতাদের পক্ষে শুনানি করেন আইনজীবী আনজারুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ।
এর আগে গত ১ এপ্রিল সভাপতি মন্টু ঘোষসহ আটজন নেতা ঢাকার মহানগর হাকিম মিজানুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত মন্টু ঘোষের জামিন মঞ্জুর করলেও বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এবার হাইকোর্ট থেকে জামিন পেলেন তারা।
কারাগারে থাকা মামলার সাত আসামি হলেন- টিইউসির সাধারণ সম্পাদক জলি তালুকদার, সাংগঠনিক সম্পাদক কে এম মিন্টু, আন্তর্জাতিক সম্পাদক মঞ্জুর মঈন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য সাজেদুর রহমান শামীম, টিইউসির গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল হাওলাদার, সাভার আশুলিয়া শাখার সভাপতি লুৎফর রহমান এবং টিইউসির কেন্দ্রীয় সদস্য মো. শাহজাহান।
বিজিএমইএ’র অতিরিক্ত সচিব (প্রশাসন) মেজর (অব.) রফিকুল ইসলাম গত ৩১ জানুয়ারি বিজিএমইএর কর্মকর্তা-কর্মাচারীদের হত্যার চেষ্টা করার অভিযোগ এনে রমনা থানায় মামলা করেন। মোট ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত একশো থেকে দেড়শো জনের বিরুদ্ধে ওই মামলা করা হয়।
এফএইচ/এনএফ/আরআইপি