সাবেক চেয়ারম্যান জসিমকে আরও ৩ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:০২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

নির্বাচনে দিনদুপুরে অস্ত্রবাজি ও সহিংসতার ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনকে আরও তিন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক বেগম নাজমুন নাহার এ আদেশ দেন।

এর আগে গত রোববার জসিম উদ্দিন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালতে দুই মামলায় আত্মসমর্পণ করেন। ওইদিন শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খাগরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিমকে আরও তিন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন।

আরও পড়ুন: সাতকানিয়ায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা

জানা যায়, গত বছরের ৭ ফেব্রুয়ারি সপ্তম ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় একটি কেন্দ্রর বাইরে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলায় প্রথমে জসিম উদ্দিন উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন। তবে উচ্চ আদালতের নির্দেশ অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে তিনি আদালতে হাজির হননি। পরে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: চসিকের প্রকল্প পরিচালককে মারধরের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সাতকানিয়ায় মোট ১০টি মামলা হয়। সবকটিতেই জসিম উদ্দিনকে আসামি করা হয়। মূলত খাগরিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী খাগরিয়ার দুইবারের চেয়ারম্যান আকতার হোসেনের বিরোধিতা করেন জসিম উদ্দিন। নির্বাচনে তার বাহিনীর অস্ত্রের মহড়া গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ইকবাল হোসেন/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।