কারামুক্তির পর আইনজীবীর সঙ্গে সেই স্মৃতির সাক্ষাৎ

রাজবাড়ী মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন বহাল রেখে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই আদেশের ফলে জামিনে মুক্তি পেয়েছেন স্মৃতি। ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় চার মাস কারাভোগ করেন তিনি।
এদিকে, জামিনে মুক্তির পর আইনজীবীর সঙ্গে দেখা করতে সুপ্রিম কোর্টে আসেন স্মৃতি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় রাজবাড়ী জেলা বিএনপির কয়েকজন নেতা তার সঙ্গে ছিলেন।
আরও পড়ুন: জামিনে মুক্তি পেলেন মহিলা দল নেত্রী স্মৃতি
এর আগে গত ২৫ জানুয়ারি স্মৃতির জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজবাড়ী জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার প্রবাসী মো. খোকনের স্ত্রী। তিনি জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য ও রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা।
আরও পড়ুন: রাজবাড়ী মহিলা দল নেত্রী স্মৃতির জামিন আপিলে বহাল
মামলার বাদী আরিফিন চৌধুরী রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্যসচিব এবং মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ মাসের ৫ অক্টোবর ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সোনিয়া আক্তার স্মৃতির বিরুদ্ধে মামলা করেন আরিফিন চৌধুরী। ওই মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে রাজবাড়ী শিশু পার্কে ফুচকা উৎসবের নামে অশ্লীল নৃত্যের আয়োজন করার অভিযোগে করা মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা গ্রহণ করেন।
গত বছরের ৩১ অক্টোবর রাজবাড়ীর মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি সাহেদ নুর উদদীনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে কটূক্তি, রাজবাড়ীর স্মৃতি গ্রেফতার
ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ নভেম্বর আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বারজজ আদালত তার জামিন স্থগিত করেন। একই সঙ্গে আপিলের বিষয়ে শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। তারই ধারাবাহিকতায় এ বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আপিল বিভাগ স্মৃতির অন্তর্বর্তীকালীন জামিন বহাল রেখে আদেশ দেন।
এফএইচ/কেএসআর/এমএস