তানিয়া হত্যাকাণ্ডে ভবন মালিক শাহিন রিমান্ডে
রাজধানীর হাজারীবাগে ভাড়া বাসায় তানিয়া আক্তার (৩৫) নামের এক নারীকে হত্যার ঘটনায় করা মামলায় বাড়ির মালিক শাহিনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) শাহিনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার (২১ জানুয়ারি) দুপুরে হাজারীবাগ ১৭/১ মিতালী রোডের বাসার সপ্তম তলার কক্ষের ভেতরে বাথরুম থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় নিহতের গলায় আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালে কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা মো. আজিজুর রহিমের সঙ্গে বিয়ে হয় তানিয়ার। তাদের কোনো সন্তান ছিল না। হাজারীবাগের মিতালী রোডে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে গত ৫ জানুয়ারি থেকে বসবাস করছিলেন তানিয়া। ওই ফ্ল্যাটে দুটি রুমের অন্যটিতে ইতি নামের একজন সাবলেট হিসেবে ভাড়া থাকেন।
তানিয়া আক্তার গত ১৯ জানুয়ারি হাজারীবাগে তার ভাইয়ের বাসায় যান। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে ওই বাসা থেকে টিফিন বক্সে করে রাতের খাবার নিয়ে নিজের ভাড়া বাসায় ফেরেন তানিয়া। পরদিন তার মোবাইলে একাধিকবার ফোনকল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।
পরে তানিয়ার বাসায় গিয়ে স্বজনরা ডাকাডাকি করেন; কিন্তু কোনো সাড়া না পেয়ে পুলিশকে সংবাদ দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিস্ত্রি ডেকে রুমের দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করে বাথরুমে তানিয়ার গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখতে পায়।
জেএ/এমকেআর/এমএস