হট পিংকে আত্মবিশ্বাসী সাদিয়া

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:০৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬
অভিনেত্রী সাদিয়া আয়মান ছবি: ইনস্টাগ্রাম ভিডিও থেকে নেওয়া

ঝলমলে আলো বা বাড়তি জাঁকজমক নয়, এই লুকে সাদিয়া আয়মান ধরা দিয়েছেন নিখাদ আত্মবিশ্বাসের প্রতীক হয়ে। হট পিংক রঙের সাহসী উপস্থিতি, সংযত স্টাইলিং আর পরিমিত এলিগ্যান্স মিলিয়ে তার এই সাজ যেন আধুনিক নারীর শক্ত অবস্থানেরই প্রকাশ। পোশাকের প্রতিটি স্তরে রয়েছে দৃঢ়তা ও রুচির ছাপ, যা একসঙ্গে তুলে ধরে সাদিয়ার স্টাইল সচেতনতা এবং নিজস্ব ফ্যাশন ভাষা।

হট পিংকে আত্মবিশ্বাসী সাদিয়া

এই লুকে সাদিয়াকে দেখা গেছে আধুনিক ক্ষমতাধর নারীর প্রতিচ্ছবিতে। সাজে রয়েছে দৃঢ়তা, আবার তার মধ্যেই লুকিয়ে আছে নারীত্বের কোমলতা। পুরো পোশাক পরিকল্পনায় রং, কাট ও অনুষঙ্গের এমন সংযত ব্যবহার চোখে না পড়ে উপায় নেই।

হট পিংকে আত্মবিশ্বাসী সাদিয়া

লুকটির কেন্দ্রবিন্দুতে রয়েছে উজ্জ্বল গাঢ় গোলাপি রঙের লম্বা কোট, যা প্রথম দেখাতেই নজর কেড়ে নেয়। নিচে পরা সূক্ষ্ম কালো ডোরা কাটা প্যান্ট পুরো সাজে যোগ করেছে গাম্ভীর্য ও ভারসাম্য। ভেতরে কালো ছোট টপ পোশাকের স্তরবিন্যাসকে করেছে আরও আধুনিক ও স্মার্ট।

হট পিংকে আত্মবিশ্বাসী সাদিয়া

অনুষঙ্গে বাড়তি নাটকীয়তা না এনে তিনি বেছে নিয়েছেন একটি কালো কাঁধে ঝোলানো ব্যাগ। সোনালি চেইনের হাতল আর সূক্ষ্ম নকশার কারণে ব্যাগটিই হয়ে উঠেছে পুরো লুকের মূল বক্তব্য।

হট পিংকে আত্মবিশ্বাসী সাদিয়া

অলংকারের ক্ষেত্রেও সাদিয়া বরাবরের মতোই সংযত। কানে ছোট সোনালি দুল, হাতে ঘড়ি ও একটি আংটি, এই অল্প কটি অলংকারই তার সাজে এনে দিয়েছে পরিশীলিত সৌন্দর্য। ভারী গয়নার প্রয়োজন যে সব সময় পড়ে না, সেটাই যেন নতুন করে মনে করিয়ে দিলেন তিনি।

হট পিংকে আত্মবিশ্বাসী সাদিয়া

রূপসজ্জায় নরম গ্ল্যামার। নিখুঁত সাজ, চোখে হালকা রেখা ও পাপড়ির গভীরতা, নরম গোলাপি চোখের ছায়া, গালে স্বাভাবিক আভা আর ঠোঁটে হালকা চকচকে রং, সব মিলিয়ে মুখে ফুটে উঠেছে সতেজ উজ্জ্বলতা। ঢেউ খেলানো চুলের স্বাভাবিক ছন্দ পুরো লুককে করেছে আরও প্রাণবন্ত।

হট পিংকে আত্মবিশ্বাসী সাদিয়া

এই সাজ শুধু ফ্যাশনের প্রদর্শনী নয়; এটি আত্মবিশ্বাসী, সচেতন ও শক্ত অবস্থানে থাকা নারীদের জন্য এক নীরব অনুপ্রেরণা। সাদিয়া আয়মান আবারও প্রমাণ করলেন, সংযত স্টাইলেই লুকিয়ে থাকে সবচেয়ে শক্তিশালী বক্তব্য।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।