কবিতা-গানের পরশে মুগ্ধময় সন্ধ্যা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৩ নভেম্বর ২০২৫

যাপিত জীবনে নাগরিক ক্লান্তির মধ্যে হেমন্ত এসেছে। শহরের অলিগলিতে শীতের পরশ নাগরিক জীবনে কিছুটা শান্তির পরশ দেয়। কোলাহলপূর্ণ এই সময়ে ২২ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর ছায়ানটে হয়ে গেল সাংস্কৃতিক সংগঠন নন্দনের আবৃত্তি ও গানের যুগল সম্মিলন ‘আমার মুক্তি আলোয় আলোয়’।

এতে আবৃত্তি-গান পরিবেশন করেন নন্দিত আবৃত্তিশিল্পী ও সংগঠক সুকান্ত গুপ্ত এবং সংগীতশিল্পী ও শিক্ষক সামিয়া আহসান। আবৃত্তিশিল্পী বর্ষা চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন নন্দনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবৃত্তিশিল্পী জয়ন্ত রায়। উদ্বোধনী পর্বে নাজমুল আহসানের পরিচালনায় ‘শব্দকল্পদ্রুম’, মেহেদী হাসান আকাশের পরিচালনায় ‘বাংলা আমার’ সমবেত পরিবেশনায় অংশগ্রহণ করে।

আরও পড়ুন
অনন্যা সাহিত্য পুরস্কার পেলেন মহুয়া রউফ 
মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী পালন 

প্রকৃতি ও স্বদেশ বন্দনার মাধ্যমে আয়োজনের শুরু হয়। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, আরণ্যক বসু, হেলাল হাফিজ, রফিক আজাদ, সৈয়দ শামসুল হক, রুদ্র গোস্বামী, মহাদেব সাহাসহ সমসাময়িক কবির কবিতা আবৃত্তি পরিবেশনায় মুগ্ধ হন শ্রোতারা। পঞ্চকবির গান পরিবেশন করেন সংগীতশিল্পী সামিয়া আহসান। হলভর্তি শ্রোতাদের পিনপতন নীরবতায় শিল্পীদের যুগল সম্মিলন সবাইকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত গুণীজন আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, শিমুল মুস্তাফা, দেওয়ান সাইদুল হাসান, রবীন্দ্রসংগীত শিল্পী বুলবুল ইসলাম, নজরুল সংগীতশিল্পী সালাউদ্দিন আহমেদ, রবীন্দ্র সংগীতশিল্পী লাইসা আহমেদ লিসা, প্রদীপ কুমার নন্দী, তানজীনা তমা, ফারজানা করিম প্রমুখ। সমাপনী বক্তব্য দেন নন্দনের পরিচালক ফেরদৌসী কাকলী।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।