উপযুক্ত খেতাব চান জুলাই আহতরা
জুলাই ঘোষণাপত্রে আহতদের উপেক্ষা করা হয়েছে বলে প্রতিক্রিয়া জানিয়েছে জুলাই আহতদের সংগঠন জুলাই যোদ্ধা সংসদ।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় সংগঠনের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভের পাঠানো এক বার্তায় প্রতিক্রিয়া জানানো হয়েছে৷
এতে বলা হয়, সদ্যঘোষিত জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা গভীর দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি যে, এই অভ্যুত্থানে রক্তঝরানো এবং আজীবন শারীরিক ও মানসিক যন্ত্রণা বয়ে বেড়ানো আহতদের জন্য কোনো খেতাব প্রদান করা হয়নি, এমনকি পুনর্বাসনের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ উপস্থাপন করা হয়নি।
জুলাই যোদ্ধা সংসদ মনে করে, এ উপেক্ষা কেবল আহতদের প্রতি অবিচার নয় বরং সেই ত্যাগ ও সাহসের প্রতি চরম অবমাননা, যার ওপর দাঁড়িয়েই আজকের পরিবর্তন সম্ভব হয়েছে।
বার্তায় সরকারের প্রতি তারা তিন দফা জানায়। সেগুলো হলো—
১. আহতদের অবদানকে স্বীকৃতি দিয়ে উপযুক্ত খেতাব প্রদান করা
২. আহতদের জন্য আজীবন চিকিৎসা ও পুনর্বাসনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা এবং
৩. শহীদ ও আহতদের রক্তের মর্যাদা রক্ষায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
বার্তায় আরও বলা হয়, আমরা পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই— আমাদের আন্দোলন ক্ষমতার জন্য নয়; ন্যায়, মর্যাদা ও শহীদদের স্বপ্ন পূরণের জন্য। যদি ঘোষণাপত্রে আমাদের ত্যাগের সঠিক প্রতিফলন না ঘটে, তবে আহতদের কণ্ঠ আরও জোরালো হবে এবং আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
এনএস/বিএ/এএসএম