অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেফতার না করায় শহীদ রফিকের বাবার ক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০৫ আগস্ট ২০২৫
মানিকগঞ্জে শহীদ রফিকুল ইসলামের বাবা রহিজ উদ্দিন

চব্বিশের ৫ আগস্ট মানিকগঞ্জের পাটুরিয়ায় পুলিশের গুলিতে নিহত হন রফিকুল ইসলাম। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের এখনো গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তার বাবা রহিজ উদ্দিন।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সম্মেলন অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে শহীদ রফিকের বাবা রহিজ উদ্দিন ছাড়াও শহীদ সায়েদ মাহমুদের বাবা বাহাদুর খান, শহীদ মহিউদ্দিনের মা তাসলিমা খাতুন, শহীদ আফিকুল ইসলাম সাদের ছোট ভাই সাদিকুল ইসলাম, শহীদ সাফিক উদ্দিনের বাবা নাসির উদ্দিন বক্তব্য রাখেন। এসময় শহীদ পরিবারের পক্ষ থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করা হয়।

এর আগে, সকাল ৯টায় শহীদ রফিকের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি জানানোর মধ্য দিয়ে মানিকগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন শুরু হয়। শহীদ রফিকের কবরে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা ও পুলিশ সুপার ইয়াছমিন খাতুন, শহীদ রফিকের বাবা রহিজ উদ্দিন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, পাওযার গ্রিডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাহারিয়ার আলম, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মো. সজল আলী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।