জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে নাহিদকে জড়িয়ে ধরলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫
জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে জড়িয়ে ধরেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টা ২১ মিনিটে তিনি এই ঘেষণাপত্র পাঠ করেন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে হাত মেলান ড. ইউনূস। এরপর এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে জড়িয়ে ধরেন প্রধান উপদেষ্টা।

ঘোষণাপত্র পাঠের আগে রাজনৈতিক দলের নেতাদের প্রধান উপদেষ্টার পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়। এরপর রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার পাশে দাঁড়ান।

এর আগে বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছান প্রধান উপদেষ্টা। জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়। পরে অভ্যুত্থানে শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

এনএস/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।