‘সন্তানের কবরের কাছে গিয়ে বলবো বাবা তোমার হত্যার বিচার হয়েছে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৭ নভেম্বর ২০২৫
ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শহীদ মিরাজের বাবা আব্দুর রব

জুলাই আন্দোলনে নিহত শহীদ মিরাজের বাবা আব্দুর রব বলেছেন, আমার ছেলেকে তো আমি আর পাবো না। ছেলেকে হত্যার জন্য খুনি শেখ হাসিনার যেন ফাঁসি হয়, সেটা নিজ চোখে দেখতে এসেছি। হাসিনার ফাঁসির আদেশ হলে আমার ছেলে মিরাজের কবরের কাছে গিয়ে বলব বাবা তোমাকে হত্যার জন্য হাসিনার বিচার হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে তিনি সাংবাদিকদের একথা বলেন।

আব্দুর রব বলেন, দেশবাসীর কাছে দোয়া চাই। এই দেশে যেন আর কোন সরকার এমন করতে না পারে। দেশে জবাবদিহিতা তৈরি করতে হবে এই বিচারের মধ্য দিয়ে।

তিনি বলেন, আমার ছেলে মিরাজকে ৫ আগস্ট হত্যা করা হয়। আমার মিরাজ মাথায় পতাকা দিয়ে বের হয়েছিল। ছেলে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ছিল। এ গণহত্যার হুকুমদাতাদের মৃত্যুর আদেশ যেন শুনতে পাই।

আরএএস/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।