বিদেশফেরতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিতে ডিসিদের চিঠি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২০ এপ্রিল ২০২০

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে বিদেশফেরত বাংলাদেশি বা প্রবাসীদের জেলাভিত্তিক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন-১ অধিশাখার উপ-সচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া।

এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ হতে প্রাপ্ত তথ্য মোতাবেক সম্ভাব্য বিদেশফেরত বাংলাদেশি ও প্রবাসীদের সংখ্যা অধিক হওয়ায় তাদের ঢাকা মহানগর ও আশপাশের জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে স্থান সংকুলান না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এমতাবস্থায় ক্রমবর্ধমান বিদেশফেরত বাংলাদেশি বা প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার জন্য তাদের স্থায়ী ঠিকানার স্ব স্ব জেলা প্রশাসকদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তারা স্ব স্ব জেলায় দায়িত্বে থাকা সেনাবাহিনীর ইউনিটের সাথে সমন্বয় করে নতুন বিদেশফেরত বাংলাদেশি বা প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেবেন।

এমইউ/এইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।