ডিএনসিসিকে মাস্ক দিল ‘ডেকাথলন বাংলাদেশ’
‘ডেকাথলন বাংলাদেশ’ নামক একটি মাস্ক উৎপাদন ও রফতানিকারক প্রতিষ্ঠান ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) ২০ হাজার মাস্ক দিয়েছে। গুলশানে নগর ভবনে মেয়র মো. আতিকুল ইসলামের কাছে ২০ হাজার নন সার্জিক্যাল ফেব্রিক মাস্ক তুলে দেয়া হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।
প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার দীপক ডি সুজা ডিএনসিসি মেয়রের কাছে মাস্কগুলো হস্তান্তর করেন। দীপক ডি সুজা জানান, ব্যবহারকারীরা প্রতিটি মাস্ক ধুয়ে অন্তত ২১ বার ব্যবহার করতে পারবেন।
মেয়র আতিকুল ইসলাম প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনাকালে নাগরিক সেবা প্রদানে নিবেদিত ডিএনসিসির কর্মীদের সুরক্ষা প্রদানে মাস্কগুলো ব্যবহার করা যাবে। বিশেষ করে পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীদের মাস্কগুলো বিতরণ করা হবে।
মাস্ক হস্তান্তরকালে অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই উপস্থিত ছিলেন।
এএস/এনএফ/পিআর