ইনজুরিতে জাকের আলী


প্রকাশিত: ০৮:২৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ইনিংসের ১৫তম ওভারে ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিক। ১৫তম ওভারের তৃতীয় বল খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন এই ব্যাটসম্যান। এ সময় পেশিতে টান লাগায় শুয়ে পড়েন জাকের। পরবর্তীতে ফিজিও মাঠে প্রবেশ করে প্রাথমিক চিকিৎসা করলেও খেলার মত ফিট না থাকায় নেমে যেতে বাধ্য হন তিনি। এর আগে ৩৮ বলে ৩টি চারের সাহায্যে ১৯ রান করেন অনিক।

এদিকে শ্রীলঙ্কার দেয়া ২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই জবাব দিচ্ছিল বাংলাদেশ। শুরুতে জাকির হাসানের উইকেট হারালেও তিন নাম্বারে নেমে আরেক ওপেনার জয়রাজ শেখকে নিয়ে ১৪.২ ওভারেই দলের অর্ধশত এনে দেন এই দুই ব্যাটসম্যান। তবে জাকের মাঠ থেকে উঠে যাবার পরই আউট হয়ে যান সেট ব্যাটসম্যান জয়রাজ শেখ।

আরটি/এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।