পর্যায়ক্রমে ফুটপাত উদ্ধার করা হবে : ওবায়দুল কাদের
সরকার অবৈধভাবে দখলে রাখা ফুটপাত পর্যায়ক্রমে উদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোড সেফটি কাউন্সিলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ১৬৫ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প রয়েছে। রেলওয়ে মন্ত্রণালয় দুর্ঘটনা হ্রাসে সারাদেশে অবৈধ রেলক্রসিং বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে কমিটি মালিক ও শ্রমিক ফেডারেশনের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নে একটি বৈঠক আহবান করবে।
বৈঠকে পরবর্তী তিন বছরের জন্য ন্যাশনাল রোড সেফটি স্ট্র্যাটেজিক এ্যাকশন প্লানও অনুমোদিত হয় এবং এটা বাস্তবায়ন করা হবে। দুই মাস পর পর কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে।
মন্ত্রী বলেন, পরিবহন খাতের মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর সড়ক পরিবহন বিল চূড়ান্ত করা হবে।
বিক্ষিপ্তভাবে বাস স্টপেজ হ্রাসে নগরীর বিভিন্ন পয়েন্টে আগামী তিনমাসের মধ্যে সিটি কর্পোরেশন ২০-বাস-বে নির্মাণ করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। সরকার রাস্তার পাশে বাজার বসানোর অনুমতি দেবে না এবং মহাসড়ক থেকে দূরে বাজার বসাতে হবে।