শুরু হচ্ছে বিএনপির মৌন মিছিল, নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ১৮ জুলাই ২০২৫

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে বিএনপির মৌন মিছিল। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জুমার নামাজের পর থেকেই বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছেন।

শুক্রবার (১৮ জুলাই) এই কর্মসূচির আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনায় রয়েছেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

মঞ্চে আরও উপস্থিত আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, মহানগর নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং দক্ষিণ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা নজরুল ইসলাম।

jagonews24.com

আব্দুস সাত্তার পাটোয়ারী জানান, মৌন মিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, মৌচাক হয়ে রামপুরার আবুল হোসেন মোড়ে গিয়ে শেষ হবে।

মিছিলে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং কালো ব্যাজ ধারণ করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

কেএইচ/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।