সুপ্রিমকোর্টে আইনজীবীদের পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ


প্রকাশিত: ১২:২২ পিএম, ২৬ জানুয়ারি ২০১৫

হরতাল অবরোধের বিরুদ্ধে এবং পক্ষে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে সুপ্রিমকোরর্টের আইনজীবীরা। সোমবার সুপ্রিমকোর্ট চত্বরে আইনজীবীরা এ কর্মসূচি পালন করেন তারা।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার, এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, এডভোকেট আব্দুল মতিন খসরু, এডভোকেট লায়েকুজ্জামান মোল্লার নেতৃত্বে এ মিছিল-সমাবেশ করা হয়। মিছিল থেকে হরতালবিরোধী বিভিন্ন শ্লোগান দেয়া হয়।

এদিকে অবরোধ ও হরতালের সমর্থনে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে মিছিল সমাবেশ করেছে। এ মিছিলে নেতৃত্ব দেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা এডভোকেট আবেদ রাজা, সুপ্রিমকোর্ট বারের সহ-সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম তালুকদার রাজা, এডভোকেট শরিফ ইউ আহমদ, এডভোকেট আরিফা জেসমিন নাহিন প্রমুখ।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।