অবশেষে ফুটপাত ছাড়লেন বঙ্গবীর


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০১ এপ্রিল ২০১৫

অবশেষে মতিঝিলের ফুটপাত ছাড়লেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। টানা ৬৪ দিন অবস্থানের পর বুধবার তিনি মতিঝিল থেকে অবস্থান কর্মসূচি গুটিয়ে নেন। তবে ফুটপাত ছাড়লেও দেশব্যাপী এ অবস্থান কর্মসূচির মাধ্যমে শান্তির বার্তা পৌছে দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ফুটপাত থেকে কর্মসূচি গুটিয়ে নেওয়া উপলক্ষ্যে বুধবার বিকেলে রাজধানী মতিঝিলে দলীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করেন কাদের সিদ্দিকী। এ সময় তিনি  বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার ও পরে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে সারাদেশে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

কাদের সিদ্দিকী বলেন, আমরা ঢাকা থেকে চলে যাচ্ছি এর মানে আমাদের অবস্থান কর্মসূচি স্থগিত করা হচ্ছে না। আমরা আমাদের শান্তির বার্তা বাংলার ঘরে ঘরে ছড়িয়ে দেব।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।