আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হবে : মওদুদ


প্রকাশিত: ১১:২৩ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
ফাইল ছবি

আগামী নিবার্চনে বিএনপি বিজয়ী হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

শনিবার দুপুরে নোয়াখালীর বসুরহাট পৌরহলে উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মওদুদ আহমদ বলেন, নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক না কেন কোনো দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না। এ কারণে নির্বাচনকালীন সহায়ক সরকার প্রয়োজন, তাহলে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে। নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপনের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসনা জসিম উদ্দিন মওদুদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকানে-ই আলম, সাধারণ সম্পাদক কবিরহাট উপজেলা বিএনপির নুরুল আলম সিকদার, কবিরহাট পৌর বিএনপি সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, বেলায়েত হোসেন স্বপন, সাবেক চেয়ারম্যান আল হারুন প্রমুখ।

মিজানুর রহমান/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।