নির্বাচনী প্রচারে ফরিদপুরের বিএনপি নেতারা


প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৫ এপ্রিল ২০১৫

ফরিদপুরে এখন বিএনপি’র নেতাদের খুঁজে পাওয়া মুশকিল। কয়েকদিন ধরেই কোন নেতাকে দেখা যাচ্ছে না।  ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারের জন্য ফরিদপুরের অধিকাংশ বিএনপি নেতা-কর্মী এখন ঢাকায় অবস্থান করছেন এবং নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন।

সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ একটি গ্রুপ নিয়ে তাবিথ আউয়াল ও মির্জা আব্বাসের পক্ষে প্রচার চালাচ্ছেন। প্রচারে অংশ নেয়া অন্যান্য নেতারা হলেন ফরিদপুর-১ আসনের সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর, বিএনপির কেন্দ্রীয় নেতা এম এম শাহরিয়ার রুমি, ফরিদপুর জেলা বিএনপি সভাপতি শাহজাদা মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা, সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভানেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু, যুবদলের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির, মাহাবুবুল হাসান পিংকু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইকবাল হোসেন সেলিম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জুলফিকার হোসেন জুয়েল, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম এর নেতৃত্বে বেশ কয়েকটি গ্রুপ এখন বিএনপির দু`প্রার্থীর পক্ষে জোর প্রচার চালাচ্ছেন।

জানা গেছে, সিটি নির্বাচনে বিএনপির দু`প্রার্থীর পক্ষে প্রচার চালাতে কমপক্ষে তিন শতাধিক নেতা-কর্মী এখন ঢাকায় অবস্থান করছেন। ফরিদপুরের বেশিরভাগ নেতাদের নামে মামলা থাকায় অনেকেই ফরিদপুর ছেড়ে ঢাকায় অবস্থান করছেন। ফলে এসব নেতা ঢাকায় থেকে প্রচার চালাচ্ছেন।

প্রচারে অংশ নেওয়া একাধিক নেতা জানিয়েছেন, দলের হাই কমান্ডের নির্দেশে তারা নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন।

প্রচারে অংশ নেয়া স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জুলফিকার হোসেন জুয়েল জানান, বিএনপি সমর্থিত প্রার্থীকে জেতাতে আমরা প্রচার চালিয়ে যাচ্ছি। ঢাকায় বিএনপির নেতা-কর্মীদের নামে হাজার হাজার মামলা থাকার কারণে তারা প্রচারে অংশ নিতে পারছে না। তাই আমরা ভোটার না হলেও প্রচারে অংশ নিচ্ছি। সিটি কর্পোরেশনের নির্বাচনে নেতা-কর্মীরা ঢাকায় অবস্থান করার কারণে ফরিদপুর জেলা নেতা শূন্য হয়ে পড়েছে। ফলে কেন্দ্রীয় কর্মসূচি এখন তেমন একটা পালন হচ্ছে না।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।