২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া


প্রকাশিত: ১০:৪২ এএম, ০২ আগস্ট ২০১৫

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিরিজের আগে টানা অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলবে অসিরা। প্রথমে মিরপুরে ৪ দিন অনুশীলন করবে ক্লার্ক বাহিনী। এরপর ৩ অক্টোবর থেকে বিসিবি একাদশের বিপক্ষে ফতুল্লায় একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে স্মিথ-ওয়ার্নাররা।

দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ৯ অক্টোবর। সিরিজের প্রথম টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৭ অক্টোবর।

সিরিজ শেষে ২২ অক্টোবর ফেরার বিমান ধরবে সফরকারীরা। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি এ সূচি প্রকাশ করেছে।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।