স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাস্ক বিতরণ করবে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের মধ্যে মাস্ক বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী ১ মার্চ থেকে এই মাস্ক বিতরণ করা হবে।

বৃহস্পতিবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন গঠিত বিএনপির প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন নিয়ে গঠিত বিএনপির প্রচার প্রকাশনা কমিটির পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।

সাদা কাপড়ের ওপর লাল, সবুজ ও কালো রঙের ডিজাইন করে এই মাস্ক তৈরি করা হয়েছে।

কেএইচ/এমএসএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।