করোনা ক্ষমতাসীনদের জন্য আশীর্বাদ : ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৮ জুলাই ২০২১
ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাস ক্ষমতাসীনদের জন্য আশীর্বাদ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘মোবাইল ফোনের মাধ্যমে জনপ্রতি আড়াই হাজার টাকা দেয়ার ক্ষেত্রে যে দুর্নীতি আর হতদরিদ্রের জন্য বরাদ্দ ত্রাণসামগ্রী চুরির কাহিনি, এসব দেখে মনে হয় করোনা সরকারদলীয় লোকজনের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।’

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের এক অবস্থানপত্রে ধরা পড়েছে—মোবাইল ফোনের মাধ্যমে দেয়া ৫০ লাখের তালিকায় ১৪ লাখ ৩৩ হাজার লোকের নামই ভুয়া। পত্রিকায় খবর এসেছে যে, ঝিনাইদহে দুজন কোটিপতিকেও এ ত্রাণ দেয়া হয়েছে। একজনের নাম খোকন সরকার, আরেক জনের নাম রাজু দাস। তারা কোটিপতি। একজনের জুয়েলারি ব্যবসা আছে, আরেকজনের কোম্পানি আছে।’

তিনি বলেন, ‘মেগা প্রজেক্টের মেগা দুর্নীতির সব কাহিনি তো আপনাদের জানা আছে। এসব মেগা প্রজেক্টে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন পর্যায়ে চরম অসচ্ছতা, অদক্ষতা ও রাষ্ট্রীয় সম্পদ অপচয় এবং মহাদুর্নীতির মহা রেকর্ড তৈরি হচ্ছে। এ ব্যাপারে ইতোপূর্বে অনেকবার বলা হয়েছে। ওইসব প্রকল্পের অর্থ বর্তমানে মানুষের জীবন বাঁচানোর উদ্দেশ্যে বরাদ্দ দিতে পারে সরকার। কিন্তু তা তারা করছে না।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমীর খসরু মাহমুদ চৌধুরী বক্তৃতা করেন।

কেএইচ/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।