টস জিতেছে আয়ারল্যান্ড : ব্যাটিংয়ে বাংলাদেশ


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১১ মার্চ ২০১৬

ক্রিকেট হবে কি না তা নিয়েই ছিল শঙ্কা। একবার আকাশ পরিস্কার তো, আবার বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টি থেমেছে এবং টসও হয়ে গেলো। কয়েন নিক্ষেপে জিতেছে আয়ারল্যান্ড এবং প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে তারা। সুতরাং, নতুন জার্সিতে প্রথম ব্যাট করতে নামবে বাংলাদেশ।

বৃষ্টির কারণে দিনের প্রথম ম্যাচ ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ নিয়ে ছিল শঙ্কা। বার বার বৃষ্টি আসা-যাওয়ার কারণে খেলা শুরু করা নিয়েই শংকা দেখা দিয়েছিল। অবশেষে রাত ৭.৫৫ মিনিটে থামে বৃষ্টি। এরপর দেড় ঘণ্টা লাগলো মাঠ প্রস্তুত করতে। পৌনে ২ ঘণ্টা পর শুরু হলো খেলা।

বাংলাদেশ দলে আনা হয়েছে দুটি পরিবর্তন। আরাফাত সানির পরিবর্তে আবু হায়দার রনি। আর নাসির হোসেনের পরিবর্তে দলে নেয়া হয়েছে ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে।

বাংলাদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ এবং আল আমিন হোসেন।

আয়ারল্যান্ড দল
উইলিয়াম পোর্টারফিল্ড, পল স্টার্লিং, গ্যারি উইলসন, নেইল ও’ব্রায়েন, কেভিন ও’ব্রায়েন, অ্যান্ড্রু পয়েন্টার, অ্যান্ডি ম্যাকব্রাইন, ম্যাক্স সোরেনসেন, টিম মারটাফ, বয়েড র্যানকিন এবং জর্জ ডকরেল।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।