দেয়ালে পিঠ ঠেকে গেছে : খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, স্বৈরাচারী অবৈধ সরকার তাসের ঘরের মত ঝড়ে যাবে। আমাদের আর বসে থাকার উপায় নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে। খুব শীঘ্রই জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে যাব।
রোববার সন্ধ্যায় রাজধানীর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে তিনি এ কথা বলেন।