তালহার কোচিংয়ে প্রাইম ব্যাংকে একঝাঁক মেধাবী তরুণ
মোহাম্মদ সালাউদ্দীন জাতীয় দলের প্রধান সহকারি কোচ হওয়ার কারণে দলের সাথে নেই। তামিম ইকবাল আর মুশফিকুর রহিমও বেরিয়ে গেছেন সবার আগে। শেষ মুহূর্তে সৌম্য সরকারকেও না করে দেয়া হয়েছে।
সেটা খুব বেশিদিন আগে নয়। বিপিএল শেষ হওয়ার এক-দুইদিন আগেই সৌম্য সরকারকে এ বছর না রাখার কথা বলে দিয়েছেন প্রাইম ব্যাংক কর্তারা।
খুব স্বাভাবিকভাবেই হেড কোচ সালাউদ্দীন আর তিন বড় তারকা তামিম, রিয়াদ ও সৌম্যবিহীন প্রাইম ব্যাংক কেমন দল হবে? তা নিয়ে একটা সংশয় জেগেছিল।
কিন্তু সম্ভাবনাময় প্রশিক্ষক তালহা জুবায়েরকে মোহাম্মদ সালাউদ্দীনের শূন্যস্থানে প্রধান কোচ করে সে ঘাটতি পোষাণোর পথে হাঁটতে শুরু করে প্রাইম ব্যাংক।
বলার অপেক্ষা রাখে না, খুলনা টাইগার্সের কোচ হিসেবে তালহা জুবায়ের এবার সবার নজর কেড়েছেন। জাতীয় দলের এ সাবেক পেসারের মধ্যে অনেকেই খালেদ মাহমুদ সুজনের ছায়া খুঁজে পাচ্ছেন।
শুধু কোচ নিয়োগে দক্ষতা দেখানো নয়, খেলোয়াড় সংগ্রহেও প্রাইম ব্যাংক পিছিয়ে নেই। চার নির্ভরযোগ্য পারফরমার জাকির হাসান (বাঁ-হাতি ব্যাটার ও উইকেটকিপার কাম টপ অর্ডার), সাহাদাত হোসেন দিপু, পেস বোলার হাসান মাহমুদ ও বাঁ-হাতি স্পিনার নাজমুল অপুকে রেখে দেয়া ছাড়াও একঝাঁক তরুণ ও প্রতিশ্রুতিশীল ক্রিকেটারকে দলে টেনেছে প্রাইম ব্যাংক।
আজ বিকেলে জাগো নিউজের সাথে আলাপে প্রাইম ব্যাংকের এবারের দল সম্পর্কে আলাপ করতে গিয়ে হেড কোচ তালহা বলেন, ‘আমরা গতবারের চার কার্যকর পারফরমার জাকির, সাহাদত হোসেন দিপু, হাসান মাহমুদ ও নাজমুল অপুকে রেখে দেয়ার চেষ্টা করেছি সব পজিসনে ভাল ক্রিকেটার দলে ভেড়াতে।’
তারা কারা? তালহার জবাব, ‘আমরা ওপেনিংয়ে এনেছি নাইম শেখ আর সাব্বির হোসেনকে। দু’জনই গত প্রিমিয়ার লিগে আবাহনীতে খেলেছে। তারা বিপিএলেও ভাল খেলেছে বেশ। আমি বিপিএলে যে দলের কোচ ছিলাম, সেই খুলনা টাইগার্সের পক্ষে নাইম শেখ খুবই ভাল খেলে ৫০০‘র ওপরে রান করে বিপিএলের টপ স্কোরারও হয়েছে। সাব্বির হোসেনও ভাল পারফরম করেছে।’
‘এর সাথে আমরা দলে টেনেছি শামীম পাটোয়ারীকে। বিপিএলের এবারের আসরে চিটাগাং কিংসের হয়ে রান করা শামীম পাটোয়ারি গত প্রিমিয়া লিগে ছিল লিজেন্ডস অব রুপগঞ্জে। পেস ডিপার্টমেন্টে হাসান মাহমুদের সাথে খালেদকেও এবার প্রাইম ব্যাংকের হয়েই খেলতে হবে।’
তাকে নেয়ার কথা নিশ্চিত করে কোচ তালহা জানালেন, ‘পেস বোলিং অলরাউন্ডার আব্দুল্লাহ আল মামুনকেও নিয়েছি আমরা।’
তরুন ড্যাশিং মিডল অর্ডার শামীম পাটোয়ারির পাশাপাশি লেগস্পিনার রিশাদ হোসেনের এবারের ঠিকানাও প্রাইম ব্যাংক। আগেরবার শাইন পুকুরে খেলা রিশাদের সাথে কথাবার্তা চূড়ান্ত। এ লেগ ব্রেক গুগলি বোলারের প্রাইম ব্যাংকে খেলার সব কিছু চূড়ান্ত বলে জানিয়েছেন তালহা।
এছাড়া উইকেটরক্ষক হিসেবে প্রাইম ব্যাংক বেছে নিয়েছে ইরফান শুক্কুরকে। শাইন পুকুর থেকে প্রাইম ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ইরফান শুক্কুর। স্পিন ডিপার্টমেন্টে বাঁ-হাতি নাজমুল অপু আগে থেকেই দলে। সাথে শাইন পুকুর থেকে আরেক বাঁ-হাতি আরাফাত সানি ও আবাহনী থেকে অফস্পিনার নাহিদ ইসলামকেও নিয়েছে প্রাইম ব্যাংক।
ব্যাটিং, পেস ও স্পিন বোলিং ডিপার্টমেন্ট - সব জায়গায় ভাল মানের পারফরমার এবং কিছু ব্যাকআপ পারফরমারও আছেন এবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে।
যদিও ফরম্যাট ভিন্ন। তারপরও প্রাইম ব্যাংকে যোগ দেয়া নাইম শেখ, জাকির হাসান এবং শামীম পাটোয়ারী সদ্য শেষ হওয়া বিপিএলে খুবই ভাল খেলেছেন এবং রান তোলায় প্রথম ৯ ব্যাটারের তিনজন। আর উইকেট সংগ্রহে একটু পিছনে (১০ নম্বরে) থাকলেও হাসান মাহমুদও ছিলেন সবচেয়ে সমীহ জাগানো পেসারদের অন্যতম।
আর খালেদ ২০ উইকেট পেয়ে উইকেট শিকারীদের মধ্যে ২ পাকিস্তানী ফাহিম আশরাফ ও আকিফ জাভেদের সাথে যৌথভাবে দ্বিতীয়। সাথে অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি, পরিণত হয়ে ওঠা আরেক বাহাতি স্পিনার নাজমুল অপু এবং বর্তমান সময়ে দেশের সেরা লেগি রিশাদ ও তরুণ অফস্পিনার নাহিদ ইসলামের সাজানো স্পিন ডিপার্টমেন্ট। খুবই ব্যালান্সড, পরিপাটি। সব মিলিয়ে এবারের প্রাইম ব্যাংক মোহামেডান ও লিজেন্ডস অফ রুপগঞ্জের পর কাগজে কলমে তিন নম্বর লাইন আপ বলে মনে করছেন অনেকেই।
এআরবি/আইএইচএস