ফিরলেন উইলিয়ামস-আরভিন

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা জিম্বাবুয়ের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৮ এপ্রিল ২০২৫

চলতি এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২০ এপ্রিল সিলেটে প্রথম টেস্ট আর ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয়টি। টাইগারদের বিপক্ষে এ সিরিজের জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলে ফিরেছেন দুই অভিজ্ঞ তারকা ক্রিকেটার শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন।

উইলিয়ামস ও আরভিন গেল ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ছিলেন না। উইলিয়ামস পিঠের চোটে ভুগছিলেন, আর ক্যাপ্টেন এরভাইন শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণের কারণে খেলতে পারেননি।

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছেন জিম্বাবুয়ের নির্বাচকরা। উইকেটকিপার-ব্যাটার তাফাদজওয়া চিগা স্কোয়াডে ফিরেছেন। দুই বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর এই প্রথম তাকে দলে নেওয়া হলো। জয়লর্ড গাম্বির জায়গা দখল করেছেন তিনি। এছাড়া বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা দলে ফিরেছেন নিউম্যান ন্যামহুরির জায়গায়।

ওপেনার তাকুদজওয়ানাশে কাইতানো স্কোয়াডে সুযোগ পাননি। তার জায়গায় থাকছেন ওয়েসলি মাধেভেরে। আয়ারল্যান্ড টেস্টে এরভাইনের বদলি হিসেবে দলে এসেছিলেন তিনি।

২০২০ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম বাংলাদেশের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ খেলবে জিম্বাবুয়ে। সেই সফরে শেরে বাংলায় একমাত্র টেস্টে বাংলাদেশের কাছে ইনিংস ও ১০৬ রানে হেরেছিল তারা।

জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াড:
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারেন, ট্রিভর গওয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, ন্যাশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর ন্যাউচি, তাফাদজওয়া চিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।