জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, এক নতুন মুখ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৮ এপ্রিল ২০২৫

চলতি এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আজ মঙ্গলবার প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমবারের মতো স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। যদিও বাংলাদেশ দলের হয়ে সাদা বলের ক্রিকেটে ডানহাতি এ পেসার ২৮ ম্যাচ খেলে ফেলেছেন। চোটের কারণে দলে নেই পেসার তাসকিন আহমেদ।

তাসকিনের ইনজুরি প্রসঙ্গে বিসিবির সিনিয়র চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, বাঁম গোড়ালির টেন্ডনের ইনজুরির কারণে এখন পুনর্বাসন প্রক্রিয়া শেষ করছেন তাসকিন। এই সিরিজে তিনি খেলতে পারবেন না।

২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।