পিএসএলে ডাক পেলেন মিরাজ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১৯ মে ২০২৫

নাহিদ রানা, রিশাদ হোসেন, লিটন দাস ও সাকিব আল হাসানের পর এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি এ টাইগার অলরাউন্ডারকে প্রস্তাব পাঠিয়েছে রিশাদ ও সাকিবের দল লাহোর কালান্দার্স।

পিএসএলে দুইবারের চ্যাম্পিয়ন লাহোরের প্রস্তাবে সায় দিয়ে আজ সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মিরাজ। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপারেশন্সের একটি ঘনিষ্ঠ সূত্র।

তবে গেল এপ্রিলে আইসিসির মাসসেরা ক্রিকেটারকে এনওসি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

যদি ছাড়পত্র পেয়ে যান, তাহলে প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে খেলার সুযোগ পাবেন মিরাজ। এমনকি যদি আজকের মধ্যে অনুমতি মেলে, তাহলে রাতেই পাকিস্তানের ফ্লাইট ধরবেন তিনি।

বাংলাদেশি এ অলরাউন্ডারকে যুক্ত করতে পারলে টুর্নামেন্টের শেষ পর্যায়ে স্পিন আক্রমণে আরও শক্তিশালী হবে লাহোর।

আশা করা হচ্ছে, মিরাজ বিসিবির ছাড়পত্র পাবেন। কেননা আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি স্কোয়াডে নেই। যে কারণে মিরাজের এনওসি পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়।

ধারণা করা হচ্ছে, জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার বদলি হিসেবেই মিরাজকে বিবেচনা করেছে লাহোর। কেননা জাতীয় দলের দায়িত্ব পালন করতে লাহোরের প্লে-অফের ম্যাচগুলো খেলতে পারবেন না একাদশের নিয়মিত মুখ রাজা।

আগামী ২২ মে থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের অ্যাওয়ে টেস্ট। জাতীয় দলের সাদা জার্সিতে খেলতে লাহোরকে প্লে-অফে তুলেই নটিংহ্যামের উদ্দেশে ছুটছেন রাজা।

উল্লেখ্য, গতকাল রোববার পেশোয়ার জালমিকে হারিয়ে প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে লাহোর।

এআরবি/এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।