প্রস্তুতি ম্যাচে মুমিনুলের ব্যাটে রান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২০ পিএম, ১১ জুন ২০২৫

মাত্র ৪৮ ঘন্টা পরই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। এই সিরিজের প্রস্তুতি শুরুও হয়েছে ঈদের ছুটির আগেই।তারপরও ঈদের ছুটির পর শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি শুরু হতেই দুই দিনের গা গরমের ম্যাচ খেলতে নেমেছে টাইগাররা।

আজ বুধবার সকাল থেকেই শেরে বাংলায় বিসিবি লাল ও বিসিবি সবুজ নামে দুই দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছেন নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, লিটন দাস, সাদমান ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন ও খালেদ আহমেদরা।

বুধবার প্রথম দিন বিসিবি লাল দলের পক্ষে খালেদ আহমেদ, এবাদত হোসেন ও নাইম হাসানের সাজানো বিসিবি সবুজ দলের বোলিংয়ের বিপক্ষে রান পেয়েছেন মুমিনুল, লিটন ও অধিনায়ক শান্ত। বল হাতে নিজেকে মেলে ধরেছেন অফস্পিনার নাইম হাসান।

দুই দিনের ম্যাচের প্রথম দিন আগে ব্যাট করতে নেমে বিসিবি লাল দল ৯ উইকেটে ২৭৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। সর্বোচ্চ ৭৮ রান আসে বাঁহাতি মুমিনুলের ব্যাট থেকে। এছাড়া লিটন ৪৩ ও অধিনায়ক শান্ত সংগ্রহ করেন ৪০ রান।

এছাড়া তরুণ স্পিনিং অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি ৩৬, মাহিদুল ইসলাম অংকন ১৮ ও ওপেনার সাদমান ইসলাম ১৭ রানে আউট হন।

বিসিবি সবুজ দলের হয়ে ৭৫ রানে ৩ উইকেটের পতন ঘটান অফস্পিনার নাইম হাসান। এছাড়া পেসার এবাদত হোসেন নেন ২৮ রানে ৩ উইকেট।

দিনের শেষ অংশে ব্যাটিংয়ে নেমে বিসিবি সবুজ দলের সংগ্রহ ১ উইকেটে ৩১। আউট হয়েছেন ওপেনার এনামুল হক বিজয় (১০ রানে)।
জাকির হাসান ১৬ ও মাহমুদুল হাসান জয় ৫ রানে অপরাজিত আছেন। লাল দলের পক্ষে খালেদ আহমেদ একমাত্র উইকেটটি নিয়েছেন।

এআরবি/এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।